এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিজিটাল বিশ্ব এবং বাংলাদেশ
সময়ের সাথে ছোট হয়ে আসছে অসম্ভবের তালিকা। হয়তো অদূর ভবিষ্যতে দারিদ্র্যের অবসান, মৌলিক শিক্ষা নিশ্চিত করা, সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা ও তথ্যপ্রযুক্তিতে সার্বজীনন প্রবেশ ইত্যাদিও বিদায় নেবে অসম্ভবের তালিকা থেকে। আইসিটি এসব অসম্ভবকে সম্ভব করে তুলবে। আইসিটি দ্রুত বদলে দিচ্ছে আমাদের দুনিয়া। সৃষ্টি করছে দূরত্বহীন, সীমানাহীন তাৎক্ষণিক যোগাযোগ সুবিধা। ক্রমেই আইসিটি হয়ে উঠছে সস্তা থেকে সস্তাতর। আইসিটি আজ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রাম এলাকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন সাধনের এক সম্ভাবনাময় হাতিয়ার। আইসিটি গ্রাম এলাকায় সৃষ্টি করছে আয়ের সুযোগ। গ্রামীণ সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের চালিকাশক্তি হয়ে উঠছে আইসিটি। আইসিটিতে আমাদের কষ্টার্জিত বিনিয়োগ ফল দিতে শুরু করেছে। চরম গরিব দেশ বাংলাদেশও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বহু আগেই বর্তমান ও ভবিষ্যৎ গরিব মানুষের জন্য সুযোগ সৃষ্টির লক্ষ্যে আইসিটি খাতে বিনিয়োগ শুরু করে। এর সুফল বাংলাদেশের সাধারণ মানুষও আজ পাচ্ছে। আইসিটি তাদের জীবনমান পাল্টে দিয়েছে। গরিব মানুষের সামনে খুলে গেছে নতুন নতুন সুযোগ।
No comments:
Post a Comment