Tuesday, December 2, 2008

এক্সপির Send To মেনু আইটেম পরিবর্তন করা

এক্সপির Send To মেনু আইটেম পরিবর্তন করা
উইন্ডোজ ৯৮-এর মতো উইন্ডোজ এক্সপির Send To মেনু আইটেম পরিবর্তন করা যায়। পার্থক্য হলো- এখানে ফোল্ডার হিডেন থাকে এবং উইন্ডোজ ৯৮-এর মতো করে উইন্ডোজ ফোল্ডারে থাকে না। এক্সপির Send To মেনু আইটেম পরিবর্তন করা যায় নিচের ধাপগুলো অনুসরণ করে-* Tools->Folder Options-এ ক্লিক করুন।* View ট্যাবে ক্লিক করে Show Hidden Files and Folders রেডিও বাটনে ক্লিক করুন।* Apply-তে ক্লিক করে Ok-তে ক্লিক করুন।* এবার আপনাকে যেতে হবে- C:Documents and SettingUsername - ফোল্ডারে। এখানে আপনি প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে পারবেন। এ ফোল্ডারে রয়েছে Send To ফোল্ডার।

No comments: