Tuesday, December 2, 2008

এক্সপিতে সরাসরি কমপিউটার বন্ধ করা

এক্সপিতে সরাসরি কমপিউটার বন্ধ করা
কমপিউটারে এটিএক্স পাওয়ার সাপ্লাই থাকার পরও উইন্ডোজ এক্সপিতে কমপিউটার সরাসরি বন্ধ না হয়ে Its now safe to turn your computer এই বার্তাটি দেখায়। যার ফলে আপনাকে সুইচ টিপে কমপিউটার বন্ধ করতে হয়। এই ঝামেলা হতে মুক্তির জন্য এক্সপির ACPI সক্রিয় করতে হবে। আর তা করতে হবে নিম্নরূপ : Start->Control Panel->Performence & maintenance->power option ট্যাবে গিয়ে Apm -এ ক্লিক করে ACPI-সক্রিয় করে দিন।

No comments: