Tuesday, December 2, 2008

উইন্ডোজ এক্সপির বুট সেক্টর রিপেয়ার করা

উইন্ডোজ এক্সপির বুট সেক্টর রিপেয়ার করা
যাদের কমপিউটারে উইন্ডোজ এক্সপি লোড করা থাকে, তাহলে তাদের অনেককে একটি সাধারণ সমস্যার মুখোমুখি হতে হয়। আর তা হলো বুট সেক্টর নষ্ট হয়ে যাওয়া। আর এই নষ্ট বুট সেক্টর রিপেয়ার করার জন্য প্রথমেই প্রয়োজন একটি বুটেবল উইন্ডোজ এক্সপির সিডি। সিডিটিকে প্রথমে সিডি ড্রাইভে প্রবেশ করান। এরপর কমপিউটার রিস্টার্ট করুন এবং F8 চেপে রাখুন। এরফলে স্টার্ট আপ লিস্ট আসবে। সেখান থেকে কমান্ড প্রম্পট সিলেক্ট করুন। এরপর, কমান্ড প্রম্পাটে এতে নিচের কমান্ডগুলো একে একে টাইপ করুন-Copy x :i386NTLDR C:Copy x :i386NTDETECT. COM C :উল্লেখ্য, এখানে এক্স হচ্ছে আপনার সিডি রুমের ড্রাইভ লেটার। এবার, নষ্ট বুট সেক্টর রিপেয়ার করতে কমান্ড প্রম্পটে FIXBOOT টাইপ করে এন্টার প্রেস করুন। পরিশেষে কী-বোর্ড থেকে y দিন।

No comments: